বান্দরবানে চলছে সড়ক-নৌপথ অবরোধ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার ও আওয়ামী লীগ নেতা মং প্রু মার্মাকে অপহরণের প্রতিবাদে জেলায় অনির্দিষ্ট সড়ক ও নৌ-পথ অবরোধ চলছে। জেলা আওয়ামী লীগের ডাকে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার সকাল থেকে বান্দরবানের ট্রাফিক মোড়, বাসস্টেশন, ক্যায়ংয়ের মোড়সহ প্রধান সবসড়কে পিকেটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শহরের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে। বান্দরবান থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নদী পথও বন্ধ আছে। এতে বিপাকে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

তবে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেচাকেনা ও অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়া থেকে মংপু মারমা নামে এক নেতাকে অপহরণ করে একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের নেতারা এক বিক্ষোভ সমাবেশে অপহৃত মংপু মারমাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরৎ না দিলে বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে অবরোধ চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.