প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার দেয়া হচ্ছে – খালেদা জিয়া

সিটিনিউজবিডি :   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার দেয়া হচ্ছে বলে। তিনি বলেছেন, দেশে কি হচ্ছে, কি চলছে সবাই জানেন। দেশ আছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। দেশ কে চালাচ্ছে তা নিয়েও সংশয় রয়েছে।

শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে ছয়টা ৩৫ মিনিটে উপস্থিত হন বেগম জিয়া। এতে সভাপতিত্ব করেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান।

খালেদা জিয়া বলেন, অনেক ঘটনা ঘটছে কিন্তু বিচার হয়নি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার কয়েক বছর পার হলো কিন্তু এখনো বিচার হয়নি। এর পেছনে বড় কারণ আছে। অপরাধী ধরা পড়লো অথচ রিমান্ডে থাকা অবস্থায় ক্রসফায়ারে দেয়া হচ্ছে। কারণ আটককৃতরা এমন তথ্য দেয় যার সঙ্গে সরকার জড়িয়ে যায়। তাই ক্রসফায়ার।

তিনি বলেন, কোর্ট নির্দেশ দিয়েছে বিনা ওয়ারেন্টে ধরা যাবে না অথচ গ্রেফতার করা হচ্ছে। দেশে কারো কোনো নিরাপত্তা নেই। বিনা অপরাধে সাধারণ মানুষদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে। কিন্তু রিমান্ড থেকে সেই মানুষ আর বাবা-মা’ র কাছে যেতে পারছে না। কারণ তাকে ক্রসফায়ারে মেরে ফেলা হচ্ছে। বেগম জিয়া বলেন, প্রধানমন্ত্রী নামেই প্রধানমন্ত্রী। এদেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নিজে দেশ চালাচ্ছেন, না কী অন্য কারো নির্দেশ পালন করছেন সেই প্রশ্ন সবার মনে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, জাগপার খন্দকার লুত্ফর রহমান, শেখ ফরিদ উদ্দিন,নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন,ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এমএম বাহাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির ( কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, মহাসচিব গোলাম মোস্তাফা ভূঁইয়া, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজারুল ইসলাম , খেলাফত মসলিজের নায়েবে আমির মাওলানা মজিবুর রহামন পেশয়ারী, সাম্যদলের সভাপতি কমরেড সাইদ আহমেদ, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত্ হোসেন সেলিম, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, পিপলস পার্টির মহাসচিব গরীবে নেওয়াজ প্রমুখ ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.