অভিজিৎ হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শরিফ (৩৫)। তিনি লেখক অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি এবং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এটিবি) সদস্য। শনিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় ডিবির রমনা জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

মহানগর ডিবি পুশিলের উপ কমিশনার (ডিসি-দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, পুরস্কার ঘোষিত ৬ জঙ্গির মধ্যে শরিফ একজন। তিনি আনসারুল্লাহ বাংলাটিমের অপারেশন কমান্ডার ছিলেন। এর আগে শিহাব নামে আরেক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম জানান, ভোরে খিলগাঁও থানা পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.