বন্দরে চুরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বন্দরের এনসিটি এক নম্বর গেইট এলাকায় সংরক্ষিত রেফার কন্টেইনারে বিদ্যুত সংযোগের তার চুরির অপরাধে দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনগত রাত সোয়া ১২টায় রেফার ইয়ার্ডে রাখা একটি কন্টেইনারের তার কাটার সময় তাদের আটক বন্দর নিরাপত্তা কর্মীরা। চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট’র আদালতে সোপর্দ করা হলে আদালত ৬ মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো.জসিম ও আবদুল হালিম বন্দর থেকে পণ্য খালাস নিতে আসা একটি কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন জানান, হিমায়িত দ্রব্যের কন্টেইনারের তার কাটা হলে সেখানে থাকা পণ্য নষ্ট হয়ে যায়। অন্যদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ক্ষু্ণ্ন হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.