আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা : ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লা বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ সোমবার (২০ জুন) সকাল ৬টা থেকে। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হবে লঞ্চের ও পরদিন বুধবার থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। আজ (২০ জুন) সোমবার সকাল ৭টা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টিরও বেশি রুটে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

সেহরি শেষ করেই টিকিটের আশায় গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বাসস্ট্যান্ডে যান অনেক যাত্রী। বেলা বাড়ার সাথে সাথে ঈদে ঘরমুখো যাত্রীদের লম্বা সারি দেখা যায়।

এ বিষয়ে বাস-ট্রাক মালিক সমতির সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, কতৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সরকারের নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া নেয়া হলে সমিতির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.