ঢাকায় দুইটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা : সরকারের সিদ্ধান্ত অমান্য করে বিকেল ৩টার পর সিএনজি স্টেশন চালু রেখে বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়ার অপরাধে আশুলিয়ায় দুইটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ডিসট্রিবিউশনের সাভার আঞ্চলিক অফিস।

স্টেশনগুলো হলো- আশুলিয়ার নবীনগর এলাকার সিএনজি স্টেশন ও নিশ্চিন্তপুর এলাকার দেওয়ান সিএনজি স্টেশন। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৪টার দিকে ওই দুটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।

তিতাস গ্যাস ডিসট্রিবিউশন সাভার আঞ্চলিক অফিসের সত্যজিত রায় গ্যাস সংযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিকেল ৩টার পর সিএনজি স্টেশন চালু রেখে গাড়িতে গ্যাস সরবরাহ করে আসছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.