পোশাক শ্রমিকদের ইফতারি বিতরণ মোস্তফা হাকিম ফাউন্ডেশন

চট্টগ্রাম :    পোশাক শ্রমিকদের মাঝে ইফতারি বিতরণ করলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রতি বছরের ধারাবাহিকতায় শনিবার নগরীর বিভিন্ন পোশাক কারখানায় ইফতারি বিতরণ করা হয়।

ইফতারি বিতরণকালে বক্তারা বলেন,পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এ শিল্প এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্পের মাধ্যমে দেশ আজ পৃথিবীর বড় দেশ গুলোর সাথে পরিচিত। দেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে পোশাক শিল্প যার নেপথ্যে রয়েছে শ্রমিকরা।

বক্তারা বলেন, মালিক শ্রমিক সু সম্পর্ক বজায় থাকলে এ শিল্পের মাধ্যমে দেশ একদিন বিশ্বের কাছে একটি মডেল হিসেবে পরিচিত হবে। রমজান মাস মালিক শ্রমিক পার্থক্য দুর করে। মালিক বেঁচে থাকলেই শ্রমিকরা বেঁচে থাকতে পারবে। সেজন্য সম্ভাবনাময়ী এ শিল্পের উন্নয়নে শ্রমিকদেও সহযোগিতা একান্ত প্রয়োজন।

বক্তারা বলেন,মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় শ্রমজীবিদের উন্নয়নে কাজ করে। হতদরিদ্র,শ্রমজীবিদের জীবনমান উন্নয়নে মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় প্রস্তত।
এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সরোয়ার আলম,নির্বাহী পরিচালক(এইচআর এন্ড লিগ্যাল) আলী আহমদ, মোস্তফা হাকিম গ্রুপের ম্যানেজার মাসুদুল করিম, এশিয়া গ্রুপের জিএম মো. গিয়াস উদ্দিন, কায়ছার আলী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.