বি. এন. সি. সি বার্ষিক ইফতার মাহফিল

চট্টগ্রাম :   ওমর গণি এম. ই. এস কলেজ বি. এন. সি. সি. প্লাটুনের এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৩ জুন রোজ বৃহষ্পতিবার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন. সি. সি. কর্ণফুলি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সফিকুর রহমান। প্লাটুন কমান্ডার পি ইউ ও আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরি এবং পি ইউ ও শাহানা ইয়াসমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার মেজর রতন দাশ, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর মঞ্জুর-এ-খোদা, মেজর জহির উদ্দীন মোঃ বাবর এবং কেকা এর সভাপতি অবঃ লে. কর্ণেল তপন মিত্র চৌধুরি অত্র কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রধান ডঃ আ ফ ম খালেদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রাক্তন ক্যাডেটদের সভাপতি মোঃ মিজানুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রবাল, কাউসার, রোজিনা, ইয়াসমিন, সোলাইমান, বোরহান প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিল উক্ত কলেজের ক্যাডেট ইনর্চাজ মোস্তফা মাহবুব চৌধুরী। সহযোগিতায় মোঃ তৌহিদ, সায়াদ বিন তৌহিদ, দেলোয়ার হোসেন ও অন্যান্য ক্যাডেটবৃন্দ। এছাড়াও অন্যান্য কলেজের রেজিমেন্ট এপয়েন্টমেন্ট হোল্ডার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.