প্রধানমন্ত্রীর ইফতার পেশাজীবীদের নিয়ে

সিটিনিউজবিডি :   বিভিন্ন পেশার শীর্ষস্থানীয়দের সঙ্গে নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও খেলোয়াড়সহ বিশিষ্টজনদের সম্মানে মঙ্গলবার গণভবনে এই ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউট, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী আইনজীবী পরিষদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নেতারাও ইফতারে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.