মিতু হত্যায় গ্রেপ্তার শাহজাহান ও সাইদুলকে কারাগারে

সিটিনিউজবিডি :   চট্টগ্রামে এসপিপত্নী মিতু হত্যায় গ্রেপ্তার শাহজাহান ও সাইদুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন শুনানির জন্য আগামী ১৭ জুলাই দিন রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন শুক্রবার এ আদেশ দেন। চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পুলিশ গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। বিচারক আগামী ১৭ জুলাই শুনানির দিন রেখেছেন।

এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার অপর দুই আসামি ভোলা ও মনিরের রিমান্ডের শুনানির জন্যও ১৭ জুলাই দিন ঠিক করা আছে। বৃহস্পতিবার গভীর রাতে নগরী থেকে শাহজাহান (২৮) ও রাঙ্গুনিয়া থেকে মিতু হত্যায় অন্যতম সন্দেহভাজন পুলিশের সোর্স মুছা’র ভাই সাইদুল আলম শিকদার ওরফে সাকু মাইজ্যাকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.