গুলশানে জিম্মি অভিযানে ১২ জনকে জীবিত উদ্ধার, নিহত ৫

ঢাকা : গুলশান ২ নম্বরের হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্ট থেকে ইতোমধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৫ মিনিটের রুদ্ধশ্বাস অভিযানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শনিবার (২ জুলাই) সাড়ে ৯টার দিকে এ কূটনৈতিক জোনের ডিসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে তিনজন ভারতীয় ও জাপানি নাগরিক রয়েছেন।

এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর জানানো হয়েছে। কিন্তু এদের নাম পরিচয় জানা যায়নি। আহতসহ ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, একজন বিদেশি নাগরিক ও একজন জঙ্গিকে সিএমএইচ- এ নেয়া হয়েছে।

উল্লেক্ষ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ‘ও’ কিচেন রেস্টুরেন্টে ৮ জন জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। “আল্লাহু আকবর” আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.