৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত ঈদ সামগ্রী প্রদান

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অন্যের নিকট হাত পাতাকে আল্লাহতায়লা পছন্দ করেন না। কর্মক্ষম সকলকে কর্ম করেই জীবিকা নির্বাহ করতে হবে। মেয়র বলেন, গরীব ও অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা আনায়নের একমাত্র উপায় হলো সন্তানদের শিক্ষিত করে কর্মীর হাতে পরিনত করা। তিনি বিত্তবান সকলকে নিঃস্ব, দুঃস্থ, অস্বচ্ছল ও গরীবদের পাশে দাঁড়িয়ে গরীবদের অবস্থার পরিবর্তনে সহযোগিতা করার আহবান জানান।

৩ জুন ২০১৬ খ্রি. রবিবার, সকালে পূর্বমাদারবাড়ীস্থ স্থানীয় কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর অর্থায়নে ৫ শত দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এ আহবান জানান। ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, আমিনুল ইসলাম সর্দ্দার, মনসুর খান, মাসুদুর রহমান মাসুদ, আবদুল করিম, সৈয়দ মোহাম্মদ জাকির, মনসুর আলী, আবদুল গফুর সর্দ্দার সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে মেয়র ঈদ সামগ্রী দুঃস্থদের মাঝে তুলে দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.