চসিক ব্যবস্থাপনায় ঈদ জামাতের প্রস্তুতির সরেজমিনে মেয়র

সিটিনিউজবিডি  :   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে প্রধান ও প্রথম ঈদ জামাত সহ ২টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর খতিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর এবং বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিলর প্রেসিডেন্ট হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহম্মদ জালালুদ্দিন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর সিনিয়র ইমাম হযরত মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। প্রথম ও প্রধান ঈদ জামাত সকাল ৮-৩০ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯-৩০ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮-৩০ টায়, লালদিঘী শাহী জামে মসজিদে সকাল ৮-৩০ টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮-১৫ টায়, হযরত শেখ ফরিদ(র:) মাজার সংলগ্ন গরীবুল্লাহ শাহ (রা:) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা-আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ৪১টি ওয়ার্ডে চসিক ব্যবস্থাপনায় ১৫৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ড কাউন্সিলর গণ স্ব স্ব ওয়ার্ডে ঈদ জামাতগুলো তদারকি করবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ৪ জুলাই ২০১৬ খ্রি. সোমবার, দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মাঠের প্রধান ঈদ জামাতের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি জামাত মাঠের প্যান্ডেল সহ আনুসাঙ্গিক কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। এ সময় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.