জঙ্গি তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীদের পুরস্কার

ঢাকা : জঙ্গিদের তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন এ বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ।সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এই ঘোষণা দেন তিনি। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি ও দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তবে কী পুরস্কার দেয়া হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য যে কোনো জঙ্গি তৎপরতা রোধে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত বিভিন্ন দফতর, অধিদফতর ও সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনে বিশেষ বার্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.