খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ১০ আগস্ট

ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার নতুন তারিখ আজ (১২ জুলাই) মঙ্গলবার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতার কারণ উল্লেখ করে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে ১০ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় ২৫ জানুয়ারি অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। এরপর ৫ এপ্রিল এই মামলায় হাজিরা দিয়ে জামিন গ্রহণ করেন খালেদা জিয়া।

এ বিভাগের আরও খবর

Comments are closed.