দুই হারাম শরিফের প্রধান ইমাম লন্ডনে

মোরশেদ রানা : ইউনাইটেড কিংডম সরকার তারদেশে ইসলামের মধ্যমপন্থা ও মূলতত্ত্ব গুলোর পাশাপাশি সম্প্রীতি ও একতার আদর্শ প্রসারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বর্তমানে দুই মাসজিদের (দুই হারাম শরিফ) প্রধান ইমাম জনাব,শাইখ আব্দুর রহমান আল সুদাইস।

লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মুহাম্মাদ বিন নাওয়াফ এর সাথে বৈঠক কালে আল-সুদাইস একথা বলেন।

এসময় সন্ত্রাসবাদ দমনে দুই হারাম শরিফের খাদেম ও সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের অবদানের না নান দিক নিয়েও আলোচনা হয় বলে জানায় স্থানীয় গনমাধ্যে । জানাযায়,সন্ত্রাস বিরুদ্ধি প্রচার এবং ইসলামের সঠিক প্রচার করার লক্ষে ইমাম আল সুদাইস এর এই সফর।

এ বিভাগের আরও খবর

Comments are closed.