দেশের রাজনীতি চাপা পড়েছে

জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : জঙ্গীবাদ-উগ্রবাদ ইস্যুতে চাপা পড়ে গেছে দেশের রাজনীতি। পর পর ২টি জঙ্গি হামলার পর দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সব সেক্টরের পড়েছে এর প্রভাব। থেমে গেছে দেশের চলমান রাজনীতি। স্বাভাবিক সভা-সমাবেশ কর্মসূচীও কমে গেছে। বিএনপির কাউন্সিল ও আওয়ামীলীগের কাউন্সিলের তোড়জোড চলছে ধীরগতিতে।

সরকার ব্যাস্ত জঙ্গি মোকাবেলায়। রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে সৈয়দ আশরাফের বক্তব্য। এনিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। ভাটা পড়েছে আওয়ামীলীগের শুধু কাউন্সিলই নয়, সাংগঠনিক অন্যান্য কর্মকান্ড। জঙ্গীবাদ নিমূলে তৃনমূলে কমিটি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে দলটি। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামীলীগের জাতীয় সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.