তারেকের মামলা আইনিভাবে মোকাবেলা করবে বিএনপি

ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করবে দলটি। আজ (২৩ জুলাই) শনিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা জানান।

তিনি বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে এক আলোচনায় অংশ নিতে গত ১৬ জুলাই মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল লন্ডন যায়।

লন্ডনে পৌঁছানোর পর প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ১৯ জুলাই অনুষ্ঠিত হাউস অব লর্ডসের ওই আলোচনায় অংশ নিতে পারেননি মির্জা ফখরুল। আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ওই আলোচনায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও অংশ নেয়।

বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, হাইকোর্টের রায়ে আমরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছি। সরকার (দুদক) প্রতিহিংসার বশবর্তী হয়ে নিম্ন আদালতের দেয়া খালাসের রায় বাতিলের জন্য ওই আপিল করেছিল। উচ্চ আদালতের কাছ থেকে তারেক রহমান সাহেব ন্যায় বিচার পাননি।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকার তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সেজন্য তারা বিভিন্ন মামলা-মোকদ্দমার মাধ্যমে সাজার এই কৌশল নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারেক রহমানের মামলা ও সাজার বিষয়টি রাজনৈতিক। আমরা এটি আইনগত ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো।’

তিনি অভিযোগ করে বলেন, বিচারিক আদালত তারেক রহমান সাহেবকে খালাস দিয়ে যে রায় দিয়েছিলেন, সরকার (দুদক) প্রতিহিংসার বশবর্তী হয়ে তা বাতিলের জন্য আপিল করেছিল। উদ্দেশ্য একটাই, তারেক রহমান ও বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা।

দেশের সাম্প্রতিক সময়ে উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের অনাগ্রহের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার জঙ্গিবাদ মোকাবেলার ইস্যুতে ঐক্য চায় না। তারা সেজন্য একের পর এক ইস্যু সৃষ্টি করছে।

হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসুর মাহমুদ চৌধুরী বলেন, ‘সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রহীন অবস্থা, মানবাধিকার পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।

লন্ডন বিএনপি সূত্র জানায়, হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনার আগে ও পরে বিএনপির মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থা, বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারেক রহমান। এছাড়া লন্ডনে পৌঁছানোর পর বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের ডিনারও করান তারেক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.