জঙ্গিরা বাংলাদেশে সফল হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদের এ পরিকল্পনা সফল হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ এদেশের উন্নয়নকে থামাতে পারবে না। আজ (২৩ জুলাই) শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সবাই এখন জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জঙ্গিবাদ দমনে এই সরকারের পুরো সামর্থ রয়েছে। গুলশানের ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে যৌথবাহিনী নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। যেখানে ভারতের মুম্বাই শহরে জঙ্গি হামলা দমনে সে দেশের সেনাবাহিনীর ৭২ ঘণ্টা অপারেশন চালাতে হয়েছিল।

মন্ত্রী আরো বলেন, এক সময় এদেশে অস্ত্রের চোরাচালান করা হতো। সে সময় শুধু বাংলাদেশই নয়, ভারতও সমস্যার মধ্যে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বাংলাদেশই শুধু নিরাপদ নয়, ভারতও নিরাপদ হয়েছে।

জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সভাপতি সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পাটির (জেপি) কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ সদর পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান মারুফ বিন হাবিব, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম, বেলকুচি থানার ওসি আনিসুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.