চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ (২৪ জুলাই) রোববার সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনমাস্টার শাহবুদ্দিনের কক্ষের সামনে এবং রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইনের কক্ষের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়।

ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার শাহবুদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সকাল ৭টা ২০ মিনিটের শাটল ট্রেন কিছুটা দেরিতে ছাড়ে। তবে পরের ট্রেনগুলো নির্দিষ্ট টাইমে ছেড়ে গেছে।

অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে রোববার ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.