সিইউজে সদস্যদের সাথে বিএফইউজে’র সভাপতি প্রার্থী অশোক চৌধুরী’র মতবিনিময়

চট্টগ্রাম :  আসন্ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতিপদে উপ-নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী অশোক চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৩জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
মতবিনিময় সভায় অশোক চৌধুরী বলেন, সভাপতি পদে নির্বাচিত হলে তিনি সাংবাদিকদের অধিকার রক্ষার সংগ্রামকে আরো জোরদার করবেন। তিনি বলেন, সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে তিনি ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাংবদিক রাহুল রাহা, জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এজাজ ইউসুফী, সিনিয়র সাংবাদিক ওমর কায়সার, শফিউল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মুহম্মদ,চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সিইউজের প্রতিনিধি ইউনিট প্রধান সমির বড়–য়া সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান বাদল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, সিইউজে সদস্য অনিন্দ টিটো প্রমুখ।

সিইউজে’র যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার আদায়ে অশোক চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অবিলম্বে নবমওয়েজ বোর্ড বাস্তবায়নসহ সাংবাদিকদের স্বার্থরক্ষার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা । বক্তারা আরো বলেন, সাংবাদিকদের স্বার্থে অশোক চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে পরিবর্তন আনবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.