চন্দনাইশ আবাহনী ক্রীড়া চক্রের কার্যালয়ে সন্ত্রাসী হামলা

চন্দনাইশ প্রতিনিধি : উপজেলার আবাহনী ক্রীড়াচক্র-দোহাজারী শাখার কার্যালয়ে গত ২২ জুলাই রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল ২৩ জুলাই বিকালে ক্লাব কার্যালয়ে এ জরাজীর্ণ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আ’লীগ নেতা বশির উদ্দিন মুরাদ।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, যুবলীগের উদ্যোগে দোহাজারীতে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ শেষে জয় বাংলা স্লোগান দিয়ে আ’লীগের অঙ্গসংগঠনের অন্তর্ভুক্ত বর্ণচোরা কয়েকজন সন্ত্রাসী আবাহনী ক্রীড়া চক্রের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের জানালার গ্লাস ভাংচুর, জননেত্রী শেখ হাসিনার ছবি ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামালের ছবি ভাংচুর, ক্লাবের বিভিন্ন কাপ ভাংচুর করে অবমাননা করেছেন। বিষয়টি তারা প্রশাসনকে অবহিত করেছেন।

সে সাথে সংগঠনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি আইনগত পদক্ষেপ কামনা করেছেন। তাছাড়া আজ ২৪ জুলাই বিকাল ৩ টায় দোহাজারী সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধনের কর্মসূচির ঘোষনা দিয়েছেন। এ দুস্কৃতিকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আরও বড় ধরনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস শুক্কুর, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আসকর খান বাবু, জাতীয় দলের খেলোয়াড় শওকত খান, এ এইচ এম বাবর, এরশাদুর রহমান সুমন, নাছির উদ্দিন ভুট্টু প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.