রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা : নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ (২৫ জুলাই) সোমাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করে আদালত।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

২০১৫ সালে জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করেন পুলিশ। ২০১৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.