ফলপ্রসূ দলগঠন বিষয়ক কর্মশালা

0

চট্টগ্রাম : সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে “ফলপ্রসূ দলগঠন” বিষয়ক কর্মশালা সম্প্রতি কনফারেন্স রুমে অনুিষ্ঠত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে এমবিএ শিক্ষার্থীদের অর্গানিজেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালায় আযোজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র কর্মকর্তা ড. কাজী গোলাম ফারুক।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় এমবিএ’র ৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রশিক্ষক দলগঠনের বিভিন্ন ইস্যু যেমন দল তৈরির পদ্ধতি ও চর্চা, প্রতিষ্ঠানে দলগত কাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.