চট্টগ্রামে ভারি বৃষ্টির আশংকা

0

চট্টগ্রাম : নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও বেশ কিছু সময়। আপাতত বুধবার রাত ৯টা পর্যন্ত এরকম বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে এরপরও আকাশ মেঘলা থাকার কারণে বৃষ্টিপাতের হার বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে নিম্নচাপের কারণে ১ আগস্ট থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বিদ্যমান আছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, চট্টগ্রামে মঙ্গলবার থেকে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়ে আসছে। আপাতত রাত নয়টা পর্যন্ত এরকম চলতে পারে। তবে আকাশ মেঘলা আর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের ফলে নগরীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির খবর পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.