চট্টগ্রামে এক আসামির সাত বছরের কারাদণ্ড

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামে আট বছর আগে সোনা চোরাচালানের ঘটনায় হওয়া মামলায় মোহাম্মদ নাইম নামের এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ২১ আগষ্ট রোববার মহানগর দায়রা জজ শাহে নুর এ রায় দেন। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ নাইমের বাড়ি ফটিকছড়ির জাহানপুরে। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র।

মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন জানান, ২০০৮ সালের ২৩ মার্চ ওমান থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন আসামি মোহাম্মদ নাইম। এসময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দরে দায়িত্বপালনরত কাস্টমস’র কর্মকর্তারা। এ ঘটনায় কাস্টমস’র চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাইমের বিরুদ্ধে স্থানীয় পতেঙ্গা থানায় একটি মামলা করেন। ওই বছরের ১৯ জুন এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। একই বছরের ১৮ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ৮ জনের স্বাক্ষ্যগ্রহণ করে। অবশেষে আদালত আসামির বিরুদ্ধে এই রায় দিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.