মিরসরাই প্রেসক্লাবে ‘মিরসরাইয়ের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই প্রতিনিধি : মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ‘মিরসরাইয়ের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিরসরাইয়ের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুই পৌরসভার মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা, পেশাজীবি, শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গত ১৫ সেপ্টেম্বর বিকাল ২ টায় উপজেলা সদরস্থ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়ে চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও বর্তমান সভাপতি শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আলম। এসময় মতবিনিময় সভার প্রাসঙ্গিক প্রতিবেদন তুলে ধরেন যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন মিঠু।
ওইদিন মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা বলেন, শুধু মিরসরাই নয়, গোটা দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম আছে বলেই সাধারণ মানুষ কথা বলতে সাহস পায়।
এসময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তাঁর আলোচনায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।
অনুষ্ঠানে অংশ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, সরকার খারাপ কিছু করলে সেটা সমালোচনা করেন। কিন্তু ভালো কাজের জন্যতো প্রশংসা করেন না। তিনি গণমাধ্যমকে একটি শক্তিশালী মাধ্যম মন্তব্য করে বলেন, মিরসরাইয়ের উন্নয়নে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভূমিকা প্রশংসার দাবী রাখে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, মুদ্রণ শিল্প ব্যবসায়ী শাহ আলম নিপু বলেন, মিরসরাই প্রেসক্লাবের এই আয়োজন প্রশংসার দাবিদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল খাঁন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যপক কাজ করছে। মিরসরাইয়ের স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি সহযোগিতা করবেন বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের পরিচালক মোস্তফা মেহমুদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মিরসরাইয়ের সভাপতি ও মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দীন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন, মিরসরাইয়ের মাতৃকা হাসপাতালের এমডি প্রফেসর জামসেদ আলম, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মেহের গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম, মিরসরাই মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, মিরসরাই সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের মিরসরাই শাখার সভাপতি প্রিয়তোষ নাথ, পোল্ট্রি এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য প্রফেসর আইয়ুব আলী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় এনজিও অপ্কার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার আবুল হাশিম, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন হারুন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দীন ও মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার, শান্তিনীড় সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন সোহেলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.