চট্টগ্রামে ১৪’শ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

0

সিটিনিউজবিডিঃ নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে ১৪’শ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের নীলা এলাকার নুরুল আলমের স্ত্রী নুরজাহান বেগম (৪৫) ও তার ছেলে আজিজুর রহমান।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস তল্লাশি করে ১৪শ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। আজিজুরের পায়ে থাকা সেন্ডেল এর ভেতর থেকে ১হাজার পিস ও নুরজাহানেরর হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.