মিরসরাইয়ে ছাত্রলীগের সংঘর্ষ

0

 সিটিনিউজবিডি  :     অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই ডিগ্রী কলেজে ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ৫ নেতাকর্মী আহত হয়েছেন।বুধবার দুপুরে কলেজ ছাত্রলীগের রিফাত গ্রুপ ও জসীম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সভাপতি মো. জসীম, ছাত্রলীগ কর্মী জাফর, রিফাত, পারভেজ ও রনি। পুলিশ চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মো. জসীমকে আটক করেছে।

জানা গেছে, কলেজে অধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। দুই পক্ষ কলেজে দলবল নিয়ে মহড়া দিতে থাকে। বুধবার দুই পক্ষ মুখোমুখি হলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিফাত অভিযোগ করেন, মো.জসীম দলবল নিয়ে তার উপর হামলা চালায়। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শফিকুর রহমান জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মো. জসীমকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.