গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

0

সিটিনিউজবিডি : ১৪/১২/২০১৬ ইং তারিখ দিবাগত রাত ৩.৪৫ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশের স্পেশাল টিম-০১ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক প্রিটন সরকার এর নেতৃত্বে এসআই/ মোস্তাক আহামদ, এসআই/শিবেন বিশ্বাস, এসআই/ মোঃ মোজাম্মেল হোসেন, এএসআই/রতন কান্তি দত্ত সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মধ্য মোহরার বালুরটালস্থ খান জমিদার সড়কের মস্তমখান ফোরকানিয়া মাদ্রাসার কাছে বিশেষ অভিযান পরিচালনা কালে ডাকাত ১) মোঃ শাহজাহান (৪০) পিতা-মৃত মুকবুল আহাম্মদ, মাতা-মোমেনা খাতুন, সাং-গোয়াপঞ্চক, তোতার বাপের বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ মানিক (২৪), পিতা-আবু ছিদ্দিক, মাতা-কামরুন্নাহার, সাং-ডেমিসিয়া বাজার পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’দ্বয় ডাকাতি প্রস্তুতিকালীন অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সহ হাতে নাতে গ্রেফতার করেন।

এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক ৪/৫ জন ডাকাত পুলিশের উপর অতর্কিত গুলি বর্ষন করতে থাকে, পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (রেজিঃ নং-চট্ট-মেট্রো-গ-১১-৪৪৮১) পুলিশের উপর তুলে দিলে পুলিশ কর্মকর্তা এএসআই/রতন কান্তি দত্ত গুরুতর আহত হয়। তিনি বর্তমানে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। এছাড়াও উক্ত ঘটনায় পুলিশ পরিদর্শক প্রিটন সরকার, এসআই/ মোস্তাক আহামদ, এসআই/শিবেন বিশ্বাস আহত হন।

গ্রেফতারকৃত ডাকাত দলের উক্ত ধৃত ডাকাতদ্বয়ও আহত অবস্থায় চমেক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নিকট ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার (রেজিঃ নং-চট্ট-মেট্রো-গ-১১-৪৪৮১), ০১টি দেশীয় তৈরি কাঁটা বন্দুক, ০১টি দেশীয় তৈরি এলজি, ০৪ রাউন্ড কার্তুজ, ০১টি কাটার, ০১টি ফ্রেম সহ হেস্কো ব্লেড, ০৩টি স্ক্রু ড্রাইভার, ০১টি শেলাই রেঞ্জ, লকার ও তালার ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.