স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে

0
সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে এই অঞ্চলের মানুষ বিভিন্ন ইস্যুতে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। দক্ষিণ এশিয়ার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকারপ্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত এর আগে একসঙ্গে কাজ করে বেশকিছু বিষয়ে সফল হয়েছে। আশা করছি, এই স্যাটেলাইট উৎক্ষেপণেও আমরা সফল হবো। আমি বিশ্বাস করি, এই স্যাটেলাইট এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.