শিশুবান্ধব নগর গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

0

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম প্রাঙ্গণে চট্টগ্রাম শিশু সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে   শিশুবান্ধব চট্টগ্রাম নগর শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পাহাড়-নদী, সাগর বেষ্টিত চট্টগ্রাম নগরকে শিশুবান্ধব নগরে উপনীত করতে সম্মিলিত উদ্যোগ গ্সরহণ করতে হবে।

সমাজকর্মী শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে ও সংগঠক নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক, মুক্তিযুদ্ধের সংগঠক ও খেলাঘর চট্টগ্রাম মহানগর’র সভাপতি ড. গাজী সালেহ উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য দেন বিজয়’৭১-এর সাধারণ সম্পাদক ডাঃ আর.কে রুবেল। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ ও চসিকের প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপক রেখা আলম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক বিজয়’৭১-এর প্রধান সমন্বয়ক সজল চৌধুরী, শ্রমিক নেতা এম.এ. সাত্তার, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, ক্যাব, চট্টগ্রাম ইয়ূথ গ্রুপের সভাপতি চৌধুরী কে.এন.এম. রিয়াদ, অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো: সঞ্জিত আলম, শাপলা কুঁড়ির আসর চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক এস.এম. শোয়াইব সাহেদ, চাঁদের হাট, চট্টগ্রামের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, খেলাঘর’র সংগঠক তারেক ইফতেখার ইফু, চট্টগ্রাম আইন কলেজের ভিপি মো: রায়হান, আবৃত্তি শিল্পী সাইদুল করিম সাজু, নারী উদ্যোক্তা অভিনূর শবনম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান শিশু-কিশোরদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ভবিষ্যৎকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলতে সরকার, নাগরিক সমাজ, শিশু সংগঠন সমূহকে এগিয়ে আসতে হবে। পাহাড়-নদী, সাগর বেষ্টিত চট্টগ্রাম নগরকে শিশুবান্ধব নগরে উপনিত করতে, পর্যাপ্ত খেলার মাঠ, সাঁতার শেখানোর উপযুক্ত স্থান, ঝুকিপূর্ণ শিশু শ্রম থেকে শিশুদের সুরক্ষা, শিশু পার্ক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও নতুন শিশু পার্ক নির্মাণ, ওয়ার্ড কার্যালয়ে পাঠাগার স্থাপন, শব্দ ও বায়ু দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ, বিদ্যালয় সমূহে গণপরিবহন সেবা প্রবর্তন, ট্রাফিক আইন-পরিচ্ছন্নতা-মাদকসহ বিভিন্ন বিষয়ে স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচী, অটিজম শিশুদের জীবন মান উন্নয়নে কর্মসূচী গ্রহণ, শিশু নির্যাতন বন্ধে কঠোর শাস্তির ব্যবস্থা, বিনোদনের ক্ষেত্র সম্প্রসারিত করা, শিশু সংগঠনগুলোর কার্যক্রমে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন আলোচকবৃন্দ। শিশু অধিকার প্রতিষ্ঠায় শৈশব থেকেই নীতিবান, আদর্শিক, মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনে সচেষ্ট হতে হবে।

সভায় উত্থাপিত প্রস্তাবনা সমূহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ সংশ্লিষ্ট অফিস সমূহে সম্মিলিতভাবে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.