খুলশী গেস্টহাউজে অসামাজিক কার্যকলাপে জড়িত ২৪ জনকে আটক

0

চট্টগ্রাম অফিস  :    নগরীর অভিজাত এলাকা খুলশীতে পাঁচটি গেস্টহাউজ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ২৪ জনকে আটক করেছে পুলিশ।  গেস্টহাউজগুলোতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।  সোমবার (৩ আগস্ট) রাতভর সেখানে অভিযান চালানো হয়।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আটক ২৪ জনের মধ্যে ১৩ জন ‍নারী এবং ১১ জন পুরুষ।  এরা গেস্টহাউজে অবস্থান করে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত।

গেস্টহাউজগুলো নিয়মিত মাদক সেবন, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধের আখড়া হয়ে উঠেছে বলেও জানান খুলশীর ওসি।

আটক ২৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.