বিমান বন্দর সড়ক সম্প্রসারণের উদ্যোগ চসিকের

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ:: জনগুরুত্ব বিবেচনায় নগরীর বিমান বন্দর সড়ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহন করলেন মেয়র আ জ নাছির উদ্দীন। এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং হতে বিমান বন্দর সড়কের বাটারফ্লাই এলাকা পর্যন্ত রিভার সাইড অংশ চার লেন করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বর্তমানে সড়কটির কিছু অংশ দুই লেন ও কিছু অংশ এক লেনে আছে। সড়কটি দৈর্ঘ্যে ৮.৩৯ কি. মি ও প্রস্থে (প্রস্তাবিত) ৬০ ফুট (চার লেন বিশিষ্ট) এর প্রস্তাবিত অংশের অধিকাংশ জায়গা চট্টগ্রাম বন্দরের।

সোমবার (২১ আগস্ট) সকালে নগরভবন সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বিমান বন্দর সড়কের উভয় পাশে চার লেন উন্নীত করণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা ও পরিমাপ বিষয়ক সভায় এ তথ্য জানা যায়।

বন্দর, সাইলো, এয়ারপোর্ট, বিমান বাহিনী, নৌ-বাহিনী, চট্টগ্রাম ড্রাইডক, রেলওয়ে, হাইড্রেলবার্গ সিমেন্ট লি., মেরিন ওয়ার্কশপ, টিএসপি কমপ্লেক্স, ইলিয়াছ ব্রাদার্স প্রাইভেট লি., বিওটিটি ওয়েল রিফাইনারী লি. পদ্মা, মেঘনা, যমুনা, সাউথইষ্ট ট্যাংক টার্মিনাল লি. স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লি., এমজেএল বাংলাদেশ লি., চট্টগ্রাম বোর্ড ক্লাব লি, আবুল খায়ের গ্রুপ ও বাটারফ্লাই পার্কসহ ২১টি প্রতিষ্ঠানের সাথে এই সড়কটি সম্প্রসারণ করার লক্ষ্যে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

মতবিনিময় সভায় বিমান বন্দর সড়কের উভয় পাশ চার লেনে উন্নীত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামত গ্রহন করা হয়। উল্লেখ্য যে, উক্ত সড়কের এর ড্রাইডক থেকে বোর্ড ক্লাব পর্যন্ত ১.৩৯ কি. মি. অংশ বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে সম্প্রসারণ করবে। সভায় সড়ক সম্প্রসারণ বিষয়ে বলা হয়, সম্প্রাসারিত এই চার লেন সড়কে ফুটপাত, মিডিয়ান স্ট্রিপ থাকবে। উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল সার্ভে করা হয়েছে।

গত ১৮ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উক্ত বিমান বন্দর সড়কটি চার লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। এর আলোকে আজ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী অসীম বড়–য়া, চট্টগ্রাম বোর্ড ক্লাবের ভাইস কমোডর এম মুসা, বিএএফ বেইজ জহুরুল হক এর প্রশাসনিক শাখার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন খান মো. মাহমুদুল হক, টিএমপি কমপ্লেক্স লি. অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি. (রুবি সিমেন্ট) এর কোম্পানী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) বেলায়েত হোসেন, মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (প্রা:) লি. এর ব্যবস্থাপক মেহরাজ আলী, পদ্মা অয়েল কোম্পানী লি. এর (জিএম) মার্কেটিং প্রকৌশলী মো. আবু সালেহ ইকবাল, যমুনা অয়েল কোম্পানী লি. এর ডিজিএম (অপারেশন) কাজী মনজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.