বঙ্গবন্ধু গোষ্ঠী বা দলের নয়, তিনি সর্বজনীন – সৈয়দ আশরাফুল ইসলাম

0

ঢাকা অফিস   :   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান একটি গোষ্ঠী বা দলের নয়, তিনি সর্বজনীন।’

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। জাতীয় শোক দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘শোক দিবসের আগে সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী সবার প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম, এবারে শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য। আমার যতটা না আশা করেছিলাম তার চেয়েও এবারে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি মানুষের মধ্যে বঙ্গবন্ধু সার্বজনীন। তিনি এখন আর কোনো দলে বা গোষ্ঠীতে নেই। প্রত্যেকটি অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন। শুধু ঢাকায় নয়, সারা দেশে মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে নতুন করে জানতে শুরু করেছে। আমার বঙ্গবন্ধুর ছাত্রকর্মী ছিলাম।’

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ইতিহাসের স্রষ্টা। এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর কর্মপরিচয় উঠে এসেছে।’

এরপর ড. মুহাম্মদ এনামুল হক ভবনে নভেরা ভাস্কর্য ঘুরে দেখেন সৈয়দ আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিকেএমইএ-এর সহ-সভাপতি এ এইচ আসলাম সানি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.