আমাদের পুরোনো ঐতিহ্য বর্তমান প্রজন্মকে শিক্ষা দেয়া – সামসুল আরেফিন

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেছেন, বর্তমানে সরকারি ভাবে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী দিন ১লা বৈশাখ, নবান্ন উৎসব।আমরা আমাদের শৈশবে, কৈশরে যা দেখেছি আজকের শিশুরা তা দেখার সুযোগ পায় না। পহেলা বৈশাখে, নবান্ন উৎসবে এ ধরনের আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে আমাদের পুরোনো ঐতিহ্য বর্তমান প্রজন্মকে শিক্ষা দেয়া, যা তারা ভবিষ্যতে এ ঐতিহ্য ধরে রাখতে পারে।

তিনি আজ চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম “ নবান্ন উৎসব ১৪২৩” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন,  রঙিন ঘুড়ির স্বপ্ন আজ শিশুরা দেখতে পায় না। তাদের মনকে বিকশিত করতে এ ধরনের আয়োজনের বিকল্প নাই।
নূপুরের নিক্কনে নৃত্যের ছন্দে মুখর হয়ে ওঠে শিশু একাডেমি প্রাঙ্গন। নৃত্য সবচেয়ে প্রাচীন শিল্প মাধ্যম। শরীরী শৈলীর মাধ্যমে দর্শকের হৃদয়ে নাড়া দেয়। নৃত্যের ছন্দোবদ্ধ উপস্থাপনার সঙ্গে অভিনয় শৈলী মুগ্ধতা ছড়াল দর্শকদের হৃদয়ে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খুরশিদ আলমসহ চট্টগ্রাম শিশু একাডেমির পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.