কলেজ ভর্তি দুর্নীতি : “হুঁশিয়ার বিজ্ঞপ্তি”

0

সিটিনিউজ ডেস্ক :   বিগত ১০ মে ‘কলেজ ভর্তি দুর্নীতি’ রুখে দিতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় ‘অভিযোগ বাক্স’ স্থাপন করে জনগনকে সম্পৃক্ত করেছিল বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। এসব অভিযোগ বাক্সে নগরীর অর্ধশত কলেজের শিক্ষার্থী-অভিভাবকরা ৩ হাজার টাকার অতিরিক্ত ভর্তি ফি আদায় করার লিখিত অভিযোগপত্র দেন।
শিক্ষার্থী-অভিভাবকদের থেকে পাওয়া অভিযোগপত্রে নগরীর কলেজগুলোর ভর্তিতে বিভিন্ন অনিয়মের চিত্র আমাদের হাতে এসেছে।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কলেজগুলো নানা কৌশলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। কিছু কলেজে শিক্ষার্থীদের ফি ছাড়া আগে ভর্তি করানো হচ্ছে, পরে তাদের একটা নির্দিষ্ট তারিখে ভর্তি ফি জমা দেওয়ার জন্য টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু কলেজ সুকৌশলে শিক্ষার্থীদের থেকে দুই কিস্তিতে ভর্তি ফি নিচ্ছে। চসিক পরিচালিত ২১টি কলেজে ২ কিস্তির ভর্তি ফি আদায় করা হচ্ছে।

সামরিক বাহিনী, পুলিশ, বেপজা, সিডিএ পরিচালিত সরকারী সংস্থারগুলোর অর্থে পরিচালিত বেসরকারী কলেজেও ভর্তি ফি নেওয়ার পরিমাণ দেখে মানুষ আজ আঁতকে উঠছে। আর কিছু কলেজে রশিদের মাধ্যমে প্রথমে একবার ফি নিয়ে শিক্ষার্থীদের একটা সাদা কাগজে আরও কিছু অর্থের পরিমাণ লিখে তা নির্দিষ্ট একটি ব্যাংকে জমা দিতে বলা হচ্ছে। কিছু কলেজে সেশন ফি নামে মোটা অঙ্কের অর্থ দাবী করে আগাম চিঠি দেওয়া হয়েছে। ড্রেস, খাতা, মানবিক তহবিল সহ শিক্ষক তহবিলেও ছাত্রদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য মাননীয় বিভাগীয় কমিশনার, মাননীয় জেলা প্রশাসক, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, রাজনৈতিক দল সমূহের শীর্ষ নেতৃত্ব, প্রখ্যাত সাংবাদিক, বিশিষ্ট নাগরিকগণ এমন অনেক অভিযুক্ত কলেজ পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন। ভর্তি বাতিলের জন্য সরকারী নির্দেশনা মতে নির্দিষ্ট নিয়মে আবেদন করার পরও অনেক শিক্ষার্থীদের অর্থ ফেরত দেওয়ার নিয়ম মানছে না বেশীরভাগ কলেজ। দ্বাদশ শ্রেণীতে ভর্তি ফি নীতিমালা না থাকার কারনে আগামীতে আরো নতুন সংকট তৈরী হবে বলে আমরা শতভাগ নিশ্চিত হয়েছি।

তাই আমরা দাবী করছি, চট্টগ্রাম মহানগরের জন্য সরকার নির্ধারিত ‘বেসরকারী কলেজের অভিন্ন ভর্তি ফি’ নীতিমালা ৩০০০ টাকা কার্যকর করা হউক। ইতিমধ্যে অতিরিক্ত অর্থ আদায়ে জড়িত কলেজ গুলোকে শিক্ষার্থীদের কাছে টাকা ফেরত দিতে হবে। অন্যথায় স্কুল ভর্তি ফি অনিয়মে জড়িতদের মতো কলেজ দূর্নীতিতে দায়ীদের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গৃহিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ রাজপথে থাকবে বলে হুঁশিয়ার উচ্চারণ করছি।

উল্লেখ্য সরকারের অনলাইন ভর্তির নতুন নিয়ম অনুসারে সকল কলেজে ভর্তি ফি এক ও অভিন্ন টাকার অংকে কার্যকর করতে না পারলে গরীব ও নিম্ম আয়ের মানুষগুলো তাদের সন্তানদের পড়াশুনা করাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন। তাই আমরা আশা করব মাননীয় জেলা প্রশাসক তার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আওতায় নগরীর কলেজসমূহ পরিদর্শন করে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে আনিত অভিযোগের শাস্তি নিশ্চিতে আন্তরিক ও সহযোগিতা করবে।

একাদশ শ্রেণীতে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা কলেজসমূহ :
♦ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (২৫ হাজার টাকা)
♦ সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ পোস্তারপাড় আ. খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বি. ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ এনায়েতবাজার মহিলা কলেজ (৩৬৫০ টাকা)
♦ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ (ভর্তি ৩০০০+সেশন ফি ৫০৫০+ নোট ফি ৪০০০ +নিয়ম বহির্ভূত ফি)
♦ পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ(৩০০০+১৮৫০)
♦ বেপজা স্কুল এন্ড কলেজ (৩ কিস্তিতে ১২০০০ টাকা)
♦ কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ (৩৩৫০ +১৮৫০)টাকা
♦ চিটাগাং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজ (৫০০০ টাকা)
♦ আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ জে এম সেন কলেজ (বর্ধিত ভর্তি ফি গ্রহণ সহ ভর্তি বাতিলে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ)
♦ কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ (৩০০০+১৮৫০)
♦ জরিনা-মফজল সিটি কর্পোরেশন কলেজ (৩০০০+১৮৫০)
♦ কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ (৩০০০+১৮৫০)
♦ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
♦ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ (৩০০০+১৮৫০)
♦ পাহাড়তলী কলেজ
♦ দেওয়ান হাট সিটি কর্পোরেশ কলেজ (৩০০০+১৮৫০)
♦ হাজেরা তজু ডিগ্রী কলেজ (৭৮০০ টাকা)
♦ চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ (৩৭০০+১৬৫০টাকা)
♦ ওমর গণি এম.ই.এস কলেজ (৩৯০০ টাকা)
♦ দেলোয়ারা জাহান কলেজ (৬২৫০ টাকা)
♦ চট্টগ্রাম মডেল কলেজ (৭৮৫০ টাকা)
♦ সি,ডি,এ পাবলিক কলেজ
♦ ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ
♦ মেট্রোপলিটন কমার্স কলেজ (৪৭০০টাকা)
♦ বি.এফ শাহীন কলেজ (৫০০০ টাকা)
♦ ল্যাবরেটরী কলেজ (৮৮০০ টাকা)
♦ সানসাইন কলেজ (৫০০০টাকা)
♦ সাউথ এশিয়ান কলেজ (৬০০০ টাকা+ মাল্টিমিডিয়া ক্লাশের অযুহাতে নানা টাকা আদায় বছরজুড়েই )
♦ বন্দর কলেজ (৫৭০০ টাকা)
♦ কাজেম আলী স্কুল এন্ড কলেজ (৪১০০ টাকা+বাধ্যতামূলক ড্রেস বই খাতা, শিক্ষক তহবিল, মানবিক তহবিলের
নামে অর্থ সংগ্রহ)
♦ আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ (৪০০০ টাকা)
♦ পাঁচলাইশ এস.এম নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ (৩০০০+১৮৫০)
♦ বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম
♦ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ (৩০০০+১৮৫০)
♦ সিটি কর্পোরেশন কমার্স কলেজ (৩০০০+১৮৫০)
♦ রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ (৪৮২০+১৮৫০)
♦ অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (৩০০০+১৮৫০)
♦ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (৩০০০+১৮৫০)
♦ বাকলিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে
♦ ছাপা মোতালেব কলেজ, চান্দগাঁও (৪০২০ টাকা)
♦ ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (৩০০০+১৮৫০)
♦ সিটি কর্পোরেশন মিউনিস্যিপাল স্কুল এন্ড কলেজ (৩২০০+১৮৫০)

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.