চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ’১৭ উদযাপন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:: “মাছ চাষে গড়বো দেশ-বদলে দেবো বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় চন্দনাইশেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ’১৭ উদযাপিত হয়।

বুধবার (১৯ জুলাই) সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী নজরুল ইসলাম চৌধুরী এমপির নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার।

ফিল্ড এসিসটেন্ট আবু বকর ছিদ্দিকর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চেয়ারম্যান যথাক্রমে আবদুল্লাহ আল নোমান বেগ, আলমগীরুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, আলহাজ্ব আহমদুর রহমান, আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চ.দা.) সেলিনা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালী সেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে দারিদ্র বিমোচনসহ আমিষের যোগান তথা মাছ চাষকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার জন্য সবাইকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.