জলাবদ্ধতায় নগরবাসী : প্রকল্পগুলো জলে যাচ্ছে

0

গোলাম সরওয়ার :  বিগত বর্ষার দুর্ভোগ দুর্দশার কথা ভুলতে পারেনি চট্টগ্রাম নগরবাসী । শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আজকের বৃষ্টিতে ।এতটুকু বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে হাটু পরিমান পানি ও কোথাও কোমর সমান পানি জমেছে। জলবদ্ধতায় নগরবাসী দুর্ভোগে রয়েছে । এবার বর্ষায় জলাবদ্ধতা আরও বেশী হওয়ার সম্ভবনা মনে করছে অনেকেই। নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে ’বন্যা নিয়ন্ত্রন’ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্পটি হোঁচট খেয়েছে। জলাবদ্ধতায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা মূল সড়কে আটকা পড়েন নারী-শিশুসহ নানা বয়সী মানুষ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, নগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর পাশের সড়ক, আগ্রাবাদ, এক্সেস রোড, কমার্স কলেজ রোড, হোটেল আগ্রাবাদের সামনে পানি জমার কথা ।

জলাবদ্ধতায় নগরবাসী : প্রকল্পগুলো জলে যাচ্ছে
জলাবদ্ধতায় নগরবাসী

এদিকে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বানিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর হাউজিং এষ্টেট, জেলা পুলিশ লাইন, বেপারী পাড়া, ছোটপুল, মুহুরী পাড়া, হাজিপাড়া সহ বৃহত্তর হালিশহর এলাকার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে রয়েছে অনেকদিন।

নগরীর ষোলশহরের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কে কোমর পানি জমে গেছে। দেখতে দেখতে পানি বেড়ে গেল। একটু বৃষ্টিতে যদি এই অবস্থা হয় বর্ষায় তো পুরো শহর ডুবে থাকবে। খাল খননের নামে কোটি কোটি টাকার প্রকল্পগুলো যেন জলে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.