টিসিবি চট্টগ্রামে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করেছে

চট্টগ্রাম :   টিসিবি চট্টগ্রামে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে । ২৯ মে রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে একযোগে পণ্য বিক্রি শুরু করে খোলাবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পয়েন্টগুলো হলো: জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম প্রেসক্লাব, ষোলশহর দুই নম্বর গেট, টাইগারপাস মোড়, আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর, কাস্টম মোড়, নাসিরাবাদ (পূর্বকোণ অফিস), সিজিও বিল্ডিং গেট, অলংকার মোড় এবং ইপিজেড মোড়। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুজাউদদৌলা জানান, নগরীর বিভিন্ন পয়েন্টে ১০টি ট্রাকে খোলাবাজারে পণ্য বিক্রি করা হচ্ছে। একেকটি ট্রাকে ১৫০-২০০ কেজি ডাল, ৩০০-৪০০ লিটার তেল, ৩০০-৪০০ কেজি চিনি, ৪০০-৮০০ কেজি ছোলা ও ৫০ কেজি করে খেজুর থাকবে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.