ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

0

নিজস্ব প্রতিনিধি, সিটিনিউজ::ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট শুরু হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আলী আহমেদ জানান, তিনি সকাল সাতটায় কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছেন। সকাল ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন।

আরেক বাসের যাত্রী তৌহিদ হাসান জানান, তিনি চার ঘণ্টার মতো মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছেন। তাদের মতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরাও। বিশেষ করে শিশু ও নারীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে চারলেনে চলার পর গাড়িগুলো দুই লেন হয়ে ধীরগতিতে সেতু দুটি পার হচ্ছে। এ কারণে সময় একটু বেশি লাগছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপও বাড়ায় এই যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.