দুর্গাপূজা উপলক্ষে ১৮-২৫ অক্টোবর হিলি স্থলবন্দর বন্ধ

0

সিটিনিউজবিডি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে।
এ সময় পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান।

বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বৃহস্পতিবার দুপুরে জানান, ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রফতানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাসেম আজাদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স এ্যান্ড সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। পরে বিষয়টি হিলি স্থলবন্দরের সব আমদানি-রফতানিকারক, হিলি শুল্ক স্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.