পতেঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সাংসদ লতিফের পক্ষে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম :   ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে ক্ষতিগ্রস্ত পতেঙ্গা বেড়িবাঁধ ভুমিহীন সৈকত পল্লীর অসহায় পরিবারের মাঝে ২৪ মে চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফের পক্ষে নগদ ২ লক্ষ টাকা, চাউল, খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করেন মহানগর শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং মহানগর লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, চাউল, খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পতেঙ্গা বেড়িবাঁধ ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান।

পতেঙ্গা বেড়িবাঁধ ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিজাম খান সঞ্চালনায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সোলেমান বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক কবির, সাংগঠনিক সম্পাদক জসীম গাজী, শাহ আলম, প্রচার সম্পাদক মাকসুদুর রহমান, লিটন ফকির প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈকত পল্লীর সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কার্যকর কমিটির সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস, অর্থ সম্পাদক সু কোমল দে, সাংগঠনিক সম্পাদক নিমাই দাস, দপ্তর সম্পাদক অঞ্জন বিশ্বাস।

প্রধান অতিথি আব্দুল মতিন মাস্টার বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে সৈকত মসজিদ, বিদ্যা নিকেতন, বেড়িবাঁধ সমবায় সমিতির কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন , রাধা কৃষ্ণ মন্দির। গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ আজ খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এ সময় তিনি বেড়িবাঁধ ভুমিহীন সৈকত পল্লীর বসবাসরত সকলকে ধৈয্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের জন্য চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ এর পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ২ লাখ টাকা, চাউল, খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে । গবীরের বন্ধু নিবেদিত প্রাণ চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফের অবদান চট্টগ্রামবাসী ভুলতে পারবে না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.