বাংলাদেশের রাজনীতি এখন শূন্য – মির্জা ফখরুল

সিটিনিউজবিডি :   বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন সম্পূর্ণভাবে শূন্য হয়ে পড়েছে। স্বৈরতন্ত্রকে পাকা করার জন্য ও একদলীয় শাসন ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। গণতন্ত্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারমধ্যে অন্যতম হলো নির্বাচন কমিশন। এটাকে পুরোপুরি দলীয় কমিশনে পরিণত করা হয়েছে। তিনি বলেন, এই সরকার বিরোধীদল ও গনতন্ত্রের জন্য কোন ক্ষেত্র তৈরি করতে চায় না।

আজকে গণতন্ত্রের জায়গা না থাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখনো সময় আছে, বিরোধীদলগুলোকে তাদের রাজনৈতিক কার্যক্রম সুষ্ঠভাবে পালন করতে দিন। তাহলেই যে সমস্ত অবস্থা তৈরি হয়েছে তাকে প্রতিহত করা সম্ভব হবে।

সবাইকে একসঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রাষ্ট্র কিভাবে চলবে তা নির্ধারণের আহ্বান জানান তিনি। রবিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলের মহাসচিব এসব কথা বলেন। জেলা বিএনপি’র সহ-সভাপতি নুর করিম এর সভাপতিত্বে এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.