`বিচারবহির্ভূত হত্যা’ বাংলাদেশের মানবাধিকারে বড় বাধা

0

আন্তর্জাতিক ডেস্ক::বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে ও বেআইনি আটক এবং গুমকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে।

এছাড়া চরমপন্থি মতাদর্শীর হাতে সংখ্যালঘু হত্যা, জোরপূর্বক এবং বাল্যবিবাহ, নারী ও শিশুর ওপর হামলাকে মানবাধিকারের জন্য বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ, বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের দেশ।

দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ প্রতিবেদনের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, বেশিরভাগ আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করেন ওই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি।

বেসামরিক কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রেখেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.