বোয়ালখালীতে চার কেন্দ্রের পুন: নির্বাচন সম্পন্ন

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে পুন: নির্বাচনে চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শামসুল আলম নৌকা প্রতীকে চার হাজার পাচঁ শত তিপ্পান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মজিবত উল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার দুই শত বার ভোট ।

৩১ অক্টোবর সোমবার দুই ইনিয়নের চার কেন্দ্রের পুন: ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে চরণদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রাথী সামশুল আলম, সদস্য মো. মফিজুল আলম (ফুটবল) ও সারোয়াতলীতে তিন কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোয়ারা বেগম (বই) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওর্য়াডের ঘাটিয়াল পাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালেট ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
চরণদ্বীপ ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম ১হাজার ৬শত ৬৭ভোট পেয়ে এগিয়েছিলেন । প্রতিদ্বন্ধি বিএনপি’র ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুত উল্লাহ মজু পেয়েছেন ২হাজার ৫৪ ভোট।
এ কেন্দ্রে মোট ভোটার ২হাজার ৭৫জন। এ ওর্য়াডে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী বেলী আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে পুন: নির্বাচন অনুষ্ঠিত হয়।
পুন: নির্বাচনে চরণদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শামসুল আলম এ ওর্য়াডে ৮৮৫ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ও নিকটতম প্রতিদ্বন্ধি ধানের শীষের প্রাথী মুজিবত উল্লাহ মজু ৮৬ভোট পেয়েছেন বলে জানিয়েছেন রির্টানি অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।
এছাড়া তিনি আরো জানান, ইউপি সদস্যপদে মো. মফিজুল আলম (ফুটবল) ৫৭১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রাথী মো. আক্কাছ খান (মোরগ) ৪৪০ভোট পেয়েছেন।
সারোয়াতলী ইউনিয়নের ১,২,৩নং ওর্য়াডে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আনোয়ারা বেগম ও দিলুয়ারা বেগমের প্রাপ্ত ভোট সমান হওয়ায় এ তিন কেন্দ্রে শুধু মাত্র সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে তিন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গনণায় আনোয়ারা বেগম (বই) ১হাজার ৩শত ৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার উপজেলা ও নির্বাচন কর্মকর্তা মো. ইলিয়াছ কামাল রিসাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দিলুয়ারা বেগম (মাইক) ১হাজার ৮৬ ভোট পেয়েছেন ।
এ তিন কেন্দ্রে ৭হাজার ১শত৭৩জন ভোটারের মধ্যে ২হাজার ৪শত ৮২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.