মহাকাশ যেতে আবেদন চেয়েছে নাসা

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: আপনি কি মহাকাশে যেতে চান? যেতে চান মঙ্গল গ্রহে? তাহলে আর দেরি কেন? চটজলদি আবেদন করুন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়।

সম্প্রতি মহাকাশ ভ্রমণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আবেদনপত্র চেয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন পাঠাতে হবে নাসাতেই। আবেদনপত্র পাওয়া যাবে নাসার পোর্টালেই। এর ঠিকানা- ‘www.usajobs.gov’।

আবেদনের ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। সেখানে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। আর সবকিছুতে উত্তীর্ণ হতে পারলে চুক্তির ভিত্তিতে ২০১৭ সালের শুরু দিকে নতুন মহাকাশচারীদের নিয়োগ করবে নাসা।

বর্তমানে নাসায় প্রচুর মহাকাশচারীর প্রয়োজন। নাসায় এখন রয়েছে মাত্র ৪৭ জন মহাকাশচারী। অথচ মাত্র ১৫ বছর আগে সেখানে ছিল ১৪৯ জন মহাকাশচারী। সংখ্যাটা দিনে দিনে কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে নাসা। কারণ দুই বছরের মধ্যেই নাসাকে প্রচুর মহাকাশচারী পাঠাতে হবে মহাকাশে।আর এজন্যই তারা মহাকাশচারী চেয়ে আবেদন ছেড়েছে।

আগ্রহী প্রার্থীদের নিম্নে বর্ণিত যোগ্যতা আবশ্যক।

১. আগ্রহী প্রার্থীদের মার্কিন নাগরিক হতে হবে।

২. তাদের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা বা রসায়নশাস্ত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।

৩. আগ্রহীদের টানা তিন বছর মূল পাইলট হিসাবে জেট বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।থাকতে হবে পাইলট হিসাবে কম করে এক হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.