রোহিঙ্গাদের ৩টি নৌকায় আগুন

0

সিটিনিউজ ডেস্ক :: টেকনাফের শাহপরির দ্বীপে রোহিঙ্গাদের আনা ৩টি নৌকায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) রাত ৯ টার দিকে টেকনাফের শাহপরির দ্বীপের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ৭ নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন বলেন, টেকনাফের শাহপরির দ্বীপের মাঝের পাড়া পয়েন্টে গত কয়েকদিন ধরে দফায় দফায় রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।

গত দুদিনে নৌকাডুবির ঘটনায় এই পয়েন্ট দিয়ে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়।

দালালরা রোহিঙ্গাদের কেবল টাকার বিনিময়ে নৌকায় চড়িয়ে পাচার করে ক্ষান্ত হচ্ছে না সেই সঙ্গে রোহিঙ্গাদের সর্বস্ব কেড়েও নিচ্ছে।

নাফ নদের মাঝে নৌকার রোহিঙ্গা যাত্রীদের নির্যাতন ও লুটপাটের সময় একটি নৌকাও ডুবে গেছে।

এরকম নৌকা ডুবির ঘটনায় উদ্ধার করা ১৯টি রোহিঙ্গার মরদেহ গতরাতে যে সময়টিতে স্থানীয় কবরস্থানে দাফন করা হচ্ছিল তখনই ঘাটে ৩টি নৌকা থেকে রোহিঙ্গাদের খালাস করা হচ্ছিল।

এসব নানা ঘটনার জন্য স্থানীয়রা যেসব নৌকা বিপুল অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের এপারে আনছে সেগুলোকে দায়ী করছেন। তাই বিক্ষুব্ধরা ওই নৌকা ৩টি জ্বালিয়ে দিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইনুদ্দিন খান বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে।

তার আগে রোহিঙ্গাদের নৌকা থেকে নামিয়ে দেয়া হয়। তাই কেউ হতাহত হয়নি। নৌকার মালিকের নাম পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনা আলী বলেন,

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অভিযোগে জানতে পারি- জিয়াবুল , সৈয়দসহ অনেক নৌকার মালিক ও মাঝি রোহিঙ্গাদের এপারে আনতে জনপ্রতি ১০ হাজার টাকা করে নেয়।

এর পর তারা নৌকায় রোহিঙ্গাদের বহন করার পরে তাদের মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় এবং নারীদের নির্যাতন করে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.