সুজিত দত্তঃ আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে চট্টগ্রামে দলের মধ্যে হাইব্রিড, চামচা চাটুকার আবার তৎপর হয়ে উঠেছে। ত্যাগী নেতারা এমপি মন্ত্রিদের ধারে কাছে যেতে পারছেন না।
চামচারা এমপি মন্ত্রীদের পেছনে ঘুর ঘুর শুরু করেছ। নানা কাজ বাগিয়ে নিতে ও সুবিধা আদায় করতে হাইব্রিডরা তৎপর হওয়াতে পুরনো চামচারাও মাথাচাড়া দিয়ে উঠেছে।
অনেক চামচারা এমপি-মন্ত্রিদের সাথে সেলফী ছবি তোলাসহ ক্ষমতাধরদের কাছে থাকার চেষ্টা করছে। এতে করে শঙ্কিত ত্যাগী ও তৃণমূলের প্রকৃত নেতাকর্মীগণ।