ঈদে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে

0

সিটিনিউজবিডিঃ দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন   আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে ।

আসাদুজ্জামান খান আরো বলেন, ‘অন্যবারের মতো এবারও দেশবাসী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় তা করছে। আমাদের আইজির নেতৃত্বে একটি সভা হয়েছে। ঈদে যে সব সমস্যা হয় তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষের স্বস্তি দিতে হাইওয়ে পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। মহাসড়কে যেন যাত্রীদের ভোগান্তিতে পড়তে না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ ছাড়া ছিনতাই, মলম পার্টি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

হাজী সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সঙ্গে যানবাহনও বাড়ছে। তবে যানজট নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। তা ছাড়া গাড়ি নিয়ন্ত্রণেরও নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি এর থেকে সুফল পাওয়া যাবে।’

স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পহেলা বৈশাখে কতগুলো বিধিনিষেধ, নিয়মকানুনের কথা বলেছিলাম। পহেলা বৈশাখে এতো বেশি মানুষের সমাগম হয় যে পুলিশ নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল। এ সুযোগে কিছু দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়েছে। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে অনেককেই আটক করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নারী লাঞ্ছনার ঘটনা অবশ্যই দু:খজনক। সে দিনের ঘটনা আমরা পুরোপুরি বিশ্লেষণ, পর্যবেক্ষণ সবই করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনকে আটক করা হয়েছে। যারা চিহ্নিত হয়েছে, অপকর্ম করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা এ সব অপকর্ম করেছে তাদের আইনের কাছে পৌঁছে দিয়েছি। বাকি দুই একজনকেও আটক করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য নজর রেখেছি।’

স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘মানবপাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে কিছু পাচারকারী আটক করা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.